অভিসার
অভিসার
আদুর গায়ে প্রেম, মাখবে বলে রোদ্দুর,
নদীর স্রোতে ভেসে, খুঁজেছে দুর সমুদ্দুর।
একলা আমি তবু, বন্ধ ঘরের কোণে,
শূন্য আঙুল গুনি, অভিমানী গানে।
হলদে ফ্রেমে আঁটা, আমার স্মৃতির জলছবি,
গদ্য ভুলে আজ, অতীত পাগল কবি।
ঝাপসা চোখে তাই, মনের চিঠি খুলে,
ফিরে খুঁজি তোমায়, হঠাৎ মনের ভুলে।
বন্দিদশার ব্যালকনিতে, লাজুক মেঘের ছায়ায়,
ক্লান্ত দিনের স্বপ্ন বুনি, মনের গোপন ভাষায়।
অস্তরাগের রং মেখে আজ, তাই সুর বেঁধেছি তারে,
তোমার চোখে পথ হারাবো,আমার গোপন অভিসারে।