অনুভবে
অনুভবে
চোখে চোখে কথা হোক
হৃদয়ে রাখো হৃদয়
স্বপ্নের জলে ভাসিতে ভাসিতে
হোক দুই মনের প্রণয়।
কথা দাও
দূরে কখনও যাবেনা তুমি প্রিয়
প্রত্যেক দিন , প্রত্যেক ক্ষণ
হোক যেনো আমাদের সম্পর্ক আরো দৃঢ়.
তোমার জন্য আমার হৃদয়ে
মাতাল হওয়া বয়,
ওগো প্রিয়, মুখে না বলা কথা
অনুভবে বুঝতে হয়।

