STORYMIRROR

Sampurna Samanta

Classics Fantasy

5  

Sampurna Samanta

Classics Fantasy

কিছু কথা

কিছু কথা

1 min
544


পশ্চিমের ওই গগনে

যখন সূর্য ডুবে যায়

একলা তখন এসে

দাড়াই বারান্দায়,

ডুবতে থাকা সূর্য

লাগে আমার ভালো

কিন্তু কিছু কথা

বলবো বলবো করে,

হঠাৎ ডুবে গেলো।


কি কথা বাকি ছিল

জিজ্ঞাসা করা হলোনা আর

কিছু বলার আগেই 

নেমে এলো গভীর অন্ধকার।

এই রকমই আমাদের এই 

বৃদ্ধ মোহনায়

রোজ কিছু কিছু কথা

বাকি থেকে যায়।


Rate this content
Log in

Similar bengali poem from Classics