চাঁদনি আলো
চাঁদনি আলো


অবিস্মৃত মৃদু তারা নিঃস্বার্থ প্রেমে প্রতিষ্ঠিত,
হৃদয়ে অন্তর্মুখী ছড়িয়েছে এক অদ্ভুত কথা।
তুমি এলে হৃদয়ের আলোকে প্রজ্জ্বলিত,
জীবনের সুখময় আনন্দে আমার সম্পূর্ণ স্বার্থ।
তোমার নগরীর দিকে আঁধার নিমিষেই মিছে যায়,
মনের পথে আমি তখন আমার প্রেমিকার কাছে যাই।
সময় আমাদের জুড়ে দিলো মধুর মৃদু গান,
এই প্রেমের মাঝে আমরা বসে আছি জীবনের উপবন।
প্রেমের আবেশে আমরা মনের মাঝে ফেরে চলেছি,
আলোর পথে তোমার প্রেমিকা আমার কাছে এসেছি।
আমরা সংযুক্ত হয়ে ছাড়িয়েছি সব বিষয়ের পথ,
তোমার প্রেমিকা আমি আছি এই মধুর প্রেমের পথ।
তোমার প্রেমিকা হতে আমি হয়েছি অতীত,
স্মৃতির রাশিতে মেশেছি আমি তোমার চিত্ত।
এই প্রেমের গল্প নিয়ে আমি এখন কবিতা গাই,
তুমি আমার প্রেমিকা, তুমি আমার সব রাতের চাঁদনী আলো হাই।