STORYMIRROR

Nurul Islam

Abstract Classics Others

4  

Nurul Islam

Abstract Classics Others

পরিস্থিতি

পরিস্থিতি

1 min
6

জীবনের রঙিন সূর্য উঠল সকালে,

নতুন এক দিন ফিরে আসল প্রেমের লালে।

কিন্তু মাঝে মাঝে হৃদি কাঁপে কিছু সংকেতে,

মিলনের সঙ্গী হবার রাগিণী শিথিলে।

প্রত্যাশার সুরে বাজে আশা ও স্বপ্ন,

সঙ্গমে দানা বাঁধে সুখের জোনাকির ঝলমল।

কিন্তু কখনো থাকে মাঝপথের বৃষ্টি,

যৌন মিলনের পথে বাধার চিহ্ন তবু চিরন্তন।

আসলেই কি প্রয়োজন, প্রাণে নতুন ছোঁয়া,

মধুর সুরে বাজানো, প্রাণের খোঁজের সন্ধান।

মিলনের সময়, একত্রে আনন্দের রীতি,

প্রকৃতির স্পর্শে উদ্দীপনা, সুখের সঙ্গীতি।

প্রেমের ডাকে সাড়া দিতে, সঙ্গের বন্ধনে,

স্বাস্থ্যকর জীবনযাপন, নিরবচ্ছিন্ন ভরসায়।

দীর্ঘ সময়ের সুখ, সুন্দর অন্তরের গানে,

সঙ্গী হয়ে চলি প্রেমের পথ, যাত্রার আনন্দে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract