সংগ্রাম
সংগ্রাম
অবিরাম সংগ্রামের ধারা,
বিশ্ববিদ্যালয়ের মাঝে সবুজ বাতাসে ছোঁয়ারা।
প্রতিবাদের নাচ, স্বাধীনতার আবেগ,
জড়িত হৃদয়ে আলোর হাওয়া ছায়া ফেলে।
মানুষের মধ্যে বিক্ষোভের ঝড়,
আত্মবিশ্বাসের সন্ধান, শক্তির বাজার।
সংঘর্ষের স্বপ্ন, অসীম উৎসাহ,
অকাট্য আশার আলো, সঙ্গে চলে।
হারের শিক্ষা, জয়ের মুখোমুখি,
এগিয়ে যাওয়ার পথে চাপের সংগী।
সংগ্রামের মেলা, মানবতার উজ্জ্বল সংগ্রাম,
আলোর বাতাসে একত্রিত সবাই, চলো আগামী দিনের দামনে।
