স্বপ্ন ও ইচ্ছে
স্বপ্ন ও ইচ্ছে
আমার বদলে যাওয়া হিসেবি ইচ্ছে গুলো,
বুকের কোনে লুকিয়ে রাখা বেহিসেবি স্বপ্নগুলোর সাথে,
রোজ বাঁধিয়ে দেয় ঝগড়া।
স্বপ্নগুলো, এখনো সেই গদ্য আর পদ্যের ছন্দে,
খুঁজে বেড়াই, রূপকথার দেশে যাওয়ার পথ।
কখনো আবার পড়ন্ত রোদ্দুরে পিঠ রেখে,
লিখে চলে আবোল তাবোল, পাতার পর পাতা।
মনের দরজায় চৌকিদার হয়ে বসে থাকা,
ইচ্ছেদের হিসেবি চাউনি কে নিতান্তই উপেক্ষা করে,
এক ছুটে পালিয়ে যায়, বৃষ্টি ভেজা মাঠে।
সময়ের হিসেবে নিকেশ ভুলে গিয়ে,
অবাক বিস্ময়ে , তাকিয়ে থাকে,
নীল আকাশের বুকে, আলপনা এঁকে যাওয়া মেঘবালিকাদের দিকে।
আর সেই বেয়াদপ স্বপ্নদের, হিসেবের বাঁধনে বেঁধে,
রোজ লাভ ক্ষতির অঙ্ক শেখাতে বসে ইচ্ছেরা।
সেখানে, গদ্য আর পদ্য রাও ছন্দের ছেলেমানুষি ভুলে,
ভাষার জাল বুনে চলেছে, উপন্যাস আর কবিতার কঠিন শব্দে।
আর এভাবেই হঠাৎ বড় হয়ে যাওয়া স্বপ্নগুলো,
একে একে হারিয়ে যায় দামি ইচ্ছেদের ভিড়ে।