STORYMIRROR

Arijit Ojha

Abstract Drama

4  

Arijit Ojha

Abstract Drama

এই আছি বেশ

এই আছি বেশ

1 min
516

এই আছি বেশ ।

ধুলো মাখা স্মৃতি জুড়ে,

সন্ত্রস্ত ঘূর্ণিপাক, সময়ের জঠরে।


ধূসর দেওয়াল জোড়া,

গদ্যের কঠিন সাক্ষ্যরে,

মায়া রং ছুঁয়ে যায়,

পদ্যের অব্যাক্ত অক্ষরে।

  

এই আছি বেশ ।

হিসেব ভোলা নিঃস্ব খাতায়,

মায়ার আঁচড় কাটা,শুন্য পাতায়।


অকৃপণ স্বপ্নে বোনা ধূসর মেঘ,

যখন, বৃষ্টি হয়ে ঝরে, অঝর ধারায়,

হৃদয়ের হলদে মলাট খুলে আবার,

ক্লান্তিহীন রাত্রিবাস আমার,নীরব প্রতীক্ষায়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract