কালবৈশাখী
কালবৈশাখী
রঙিন ভালোবাসার ছলে,
আলতো হয়ে আসা প্রেম,
সান্তনা খোঁজে, রাতের নীল গভীরে।
তখন মোবাইল বন্দী একলা ভালোবাসা,
চেয়ে থাকে আমার দিকে, নিস্তব্ধতায়।
তখনও তোমার স্মৃতি আকরে ধরি,
বাসি ফুলের গন্ধে।
ডাইরির পাতায়, আঁচড় কাটা বোবা অক্ষর গুলো,
আজও সাক্ষী, রাতের অন্ধকারে লুকিয়ে রাখা অনেক কান্নার।
অগোচরে তোমায় ছুঁতে চাওয়া, অবাধ্য আঙ্গুল গুলো,
আজও আনমনে এঁকে চলে,
হাজার স্বপ্নের জলছবি।
হইতো এভাবেই, অভিমানী ইচ্ছেগুলো,
হয়ে যায় মনের আকাশের,
হঠাৎ কালবৈশাখী।