রাজা
রাজা
সিংহাসনে যে আছেন বসে রাজা
মুখখানি তার দেখায় বেশ তাজা
হাতে শোভা পায় সুন্দর রাজদণ্ড
তার শাসনে সবার কাঁপে হৃৎপিণ্ড
ন্যায় বিচারের জন্য যে তার খ্যাতি
মুখে ঝলসে ওঠে অদ্ভূত এ জ্যোতি
পরিপাটি পোশাকে প্রদীপ্ত চেহেরা
তার রাজ্যে সবাই যে আনন্দে হারা
রাজ্য বিকাশের চিন্তায় থাকেন মগ্ন
সবার আশীষ পেয়ে সফল যে স্বপ্ন
প্রজা পালনে নাই গো তার তুলনা
মহান রাজার হবে না যে অবমাননা ।।
