STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

কপটতা

কপটতা

1 min
356

Prompt-22

কপটতা  

মানিক চন্দ্র গোস্বামী


দেশের অধিপতি আমি, মহান জন নেতা;

শক্ত হাতের মুঠোয় আমার অসীম ক্ষমতা।

কপট চেষ্টা, মুখের বুলিতে দেশের উন্নতির;

প্রজা সাধারণ বুঝতে পারে না ইচ্ছে অধিপতির।

কথায় ঘোঁচাই ক্ষুধিতের ক্ষুধা, আর্তের হাহাকার;

মুখের ভাষায় সান্ত্বনা দিই, মিথ্যেয় ভরা জোয়ার।

আশ্বাস দিই, নব গৃহ পাবে বাস্তুহারার দল,

আস্থার জোরে পথে পথে ঘুরে, হতে পারো হীনবল।

জনতার ভালো করার তরে ইচ্ছে নেই যে কোনো;

যতেক গরিব, আমলাদেরই তোষামোদ করে যেন।

বুঝিয়ে দিয়েছি ধনী গরিবের মান ও মর্যাদায়,

ভেদাভেদের পাঁচিল তুলে মানবো না এক ঠাঁই।

মুখে বলি আমার দেশে রইবে না হাহাকার,

পতিত জমি উর্বর করে এনে দেবো প্রতিকার।

ইচ্ছে আমি অনেক রাখি কর্ম সংস্থানে,

বেকারত্বের মর্মজ্বালা শুনিতে চাহি না কানে।

জনগণের সমস্যা সকল দূর করিবার আশে,

বক্তৃতা আমি খুব করি দেখো জনতা রয়েছে পাশে।

আমার কথায় উঠবে বসবে আমার জনগণ,

আমিই দেশের অধিপতি, আমার একক নিয়ন্ত্রণ।

আমার কাজে রইবে তাদের বিশ্বাস, একাগ্রতা;

ভালোমন্দ যাই বলি আমি, মানবে আমার কথা। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract