লাবণ্যময়ী রূপ
লাবণ্যময়ী রূপ
Prompt-6
লাবণ্যময়ী রূপ
মানিক চন্দ্র গোস্বামী
প্রকৃতির লাবণ্যময়ী রূপের ডাকে,
হারিয়ে যেতে ইচ্ছে করে কাজল নদীর বাঁকে।
পথের পাশে গাছের শাখে,
রুপালি রৌদ্র পাতার ফাঁকে,
পাখির কূজনে মিষ্টি বাতাসে দোলা লাগে মৌচাকে।
গুঞ্জরিয়া ভ্রমর ওড়ে পুষ্প কলির বুকে,
সোহাগ জানায়, নিবেদিয়া যায়, থাকো বন্ধু সুখে।
সাড়া দেয় ফুল অলির ডাকে,
প্রাণের সুধা মধুপ মুখে,
পরিচ্ছন্ন হৃদয় ছোঁয়ায় ভালোবাসা ওড়ে পতঙ্গ ঝাঁকে।
সুনীল আকাশে ভেসে যাওয়া কিছু জলদ মেঘের ফাঁকে,
বিচ্ছুরিত সূর্যালোকে রামধনু রঙ আঁকে।
কলতানে ভরা ঝর্ণাধারার ডাকে,
পুলক জাগে বহমান নদী বুকে,
হরিৎ ক্ষেত্র, সবুজ বনানী, সজীব স্বপ্ন দেখে।
তারার মেলা, চাঁদের আলো, আঁধারে স্বপ্ন আঁকে;
জ্যোৎস্না এসে ঢেউ দিয়ে যায় নিঝুম নিশির বুকে।
স্বপ্নপুরীতে নিদ্রামগ্ন মানুষ মর্ত্যলোকে,
প্রকৃতির এই রাতের স্বপ্নলোকে,
নীরব ভুবনে লাবণ্য ছড়িয়ে চাঁদ একা পাহারায় থাকে।
