STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

আমার বন্ধু

আমার বন্ধু

1 min
368

Week-21

আমার বন্ধু  Story Mirror

মানিক চন্দ্র গোস্বামী


ভোরের বেলায় শালিক পাখিটা

কলরবে নিদ্রা ভাঙ্গায় আমার,

সে যে আমার পরম বন্ধু,

অপেক্ষা শস্য দানার।

খাওয়া হলে সুরেলা কণ্ঠে

কৃতজ্ঞতার বাণী,

খুশি মনে বেড়ায় উড়ে,

মনটা নিয়েছে টানি।


সাতভাই পাখি জানালার কাঁচে

ঠোঁটের ধাক্কা দিয়ে,

জানিয়ে দিলো ভোর হয়েছে,

কাজে লাগো মন দিয়ে।

আমার অনেক বন্ধু রয়েছে,

শান্ত মলয় বাতাস,

শিহরণ জাগে মনের গভীরে,

স্নিগ্ধ হয়েছে হুতাশ।

 

ছন্দ ধারায় পড়ছে ঝরে,

রিম ঝিম ঝিম বৃষ্টিধারা,

শরীরে তার স্পর্শ পেয়ে,

অনুরাগী মন পাগলপারা।

দুপুর বেলা একলা ঘরে,

মনটা যখন হু হু করে;

বৃষ্টি বন্ধু আমার চোখে,

প্রেমের নবীন ছন্দ আঁকে।


আমার বন্ধু নীল আকাশে

সাদা মেঘের সারি,

ভেসে বেড়ায় মনটা আমার

শূন্যে দিয়ে পাড়ি।

বন্ধু আমার গোধূলির আলো,

বার্তা আনে দিন পোহালো;

মোহময়ী রূপ রঙিন আকাশে,

ভরে দেয় মন ভাবাবেশে।


জোনাকিরা সব বন্ধু হয়েছে,

চমক জাগায় মনে;

চাঁদ-তারা চোখে স্বপ্ন এনেছে

জোছনার আগমনে।

বন্ধু রয়েছে সবুজের মাঝে,

ফুল, গাছ, লতা-পাতা;

মনের আগল ভেঙেছে সকলে,

নিরসনে নীরবতা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract