বৈরিতার ছাইভস্ম মেখে
বৈরিতার ছাইভস্ম মেখে
বৈরিতার ছাইভস্ম মেখে
নিখিল মিত্র ঠাকুর
৮/৬/২৩
আর কেন থাকা দূরে দূরে, মুখ ঘুরে ঘুরে,
এসো দেখি একটু কাছে সরে,
কথা বলো চোখে চোখে,কটু কথা ব্যতিরেকে,
আজ যে ফ্রেন্ডশিপ ডে,
চায়ের দোকানে আলোচনা চলছে।
চায়ের দোকানে চলবে আলোচনা রসালো,
হাসি মুখে কথা অতি ধারালো,
কোথা থেকে কি যে হলো,
সাপে নেউলে মিলে গেল,
একে অপরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলো।
এতদিন তো চেপে ছিলে কানভাঙানো নৌকা,
তুলে রাখা বৈরিতার পালে,হাওয়া বোকা
নিন্দা কূটচালের বৈঠার ঠেলা,
বসে পদে পদে অনিষ্টের মেলা,
ভাঙা মেলায় বৈরিতার ছাইভস্ম মেখে হও বন্ধু।
