STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics Others

4  

Nikhil Mitra Thakur

Classics Others

এলো কালবৈশাখী

এলো কালবৈশাখী

1 min
365

এলো কালবৈশাখী

২১/৫/২৩


বৈশাখী আকাশ জুড়ে জটা,

মিশমিশে কালো মেঘের ঘনঘটা,

সূর্য মুখ লুকায় নিয়ে ছটা।

প্রবল বেগে পবন আসলো ছুটে,

কালো মেঘের বাঁধন গেল টুটে।

মেঘেদের এলোমেলো ছোটাছুটি,

মাথায় মাথায় ঠোকাঠুকি।

গুরুম গুরুম বাজায় ঢাকি,

কানের পর্দা যায় ফাটি।

চিরিক চিরিক জ্বলে বিজলি,

ভয়ে ভয়ে চোখ বুজলি।

কে এলো যেন তৎক্ষণাৎ নেমে,

জানলার পাল্লা করে ফটফট,

দরজার পাল্লা করে খটখট,

আলনার জামাকাপড় ছড়ালো ঘরময়,

আসার বাহার দেখে মনে হয়,

বৈশাখী ছাড়া এ আর কেউ নয়।


Rate this content
Log in

Similar bengali poem from Classics