প্রেম- অপ্রেম
প্রেম- অপ্রেম
আমার তো কাউকে দুখিত করার কথা নয় ;
আমি জানি - প্রেম চিরন্তনী মানবিকতায় ভাষাময়,
আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয় ।
বিশ্বপথিক - গতিক বুঝে পা ফেলি রাস্তায় ;
শাকসব্জী পচে যায় যাক ভরে রাখি বস্তায়,
প্রতি পদে কাঁটা, ভাঙা কাঁচে আমার যত ভয়,
আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয় ।
জীবের যত দীর্ঘ নিশাস ওজোন স্তরে বহমান,
ট্রপোস্ফিয়ার একযোগে করে দু:সাহসিক অভিযান,
আমি তো জানি প্রেমের আঘাত এমনতর হয় ,
আমি তো জানি ঘাত প্রতিঘাত বিবদমান রয় ।
তা' বলে আমার কাউকে তো দুঃখ দেবার কথা নয় !
অনেক আঘাত বুকে নিয়ে আজ হয়েছি নীলকন্ঠ ,
বারবার শুধু ফিরি খালি হাতে, বুঝে গেছি নির্ঘন্ট ।
একেই কি বলে ভবিতব্য ললাটের চন্দ্র - কালিমা ,
উঠতে বসতে গালাগালি আর অশান্তির যত লালিমা ।
হয়ে গেছি নিজে বোধিসত্ত্ব; দেবদত্ত একেবারে নয়,
তাই কাউকে দুঃখ দেবার আমার বুঝি কথা নয় !
