STORYMIRROR

Rashmita Das

Classics Others

4  

Rashmita Das

Classics Others

উল্কা

উল্কা

1 min
361

---উল্কা---

কলমে-রশ্মিতা দাস


আগুন জানে স্ফূলিঙ্গ তার

ক্ষীপ্র বাঁধন ছাড়া,

বজ্রের ন্যায়ে তেজোদৃপ্ত

মত্ত পাগলপারা।


নিঃশব্দ আবির্ভাবেই

হেনে প্রলয়শিখা,

অশুভকে করতে বিনাশ

দেয় যে তাঁরা দেখা।


ইংরেজদের বর্বরতায়

অসির বজ্র হেনে,

মঙ্গল পান্ডের দৃঢ়তা

ফাঁসির রশির সনে


মহাববিদ্রোহে কাঁসর ধ্বনিতে

জাগালেন প্রতিধ্বনি।

দৃপ্ত হল মনের বারুদ,

দৃপ্ত মনের খনি।


মায়ের কাছে বিদায় নিয়ে

এল কি আর ছেলে?

ফাঁসির রশিতে ক্ষুদিরামের

শৌর্য আজও জ্বলে।


তরুণ প্রাণের লেলিহান শিখা

হানে স্বনে বধিরতা,

চিতার আগুনে মিলেছে আগুন

জ্বলন্ত অসু-কথা।


তরবারি হাতে অগ্নিকুণ্ডে

ভয়াল সে হুঙ্কারে,

ইংরেজদের আঘাতে ভ্রুকুটি

নির্বিশঙ্ক দ্বারে।


ঝাঁসির রানীর প্রলয় স্রোতে

বেজেছিল দ্রোহ-ধ্বনি,

রক্তে দিলেন যজ্ঞাহুতি

জাগিয়ে আঁধির বাণী।


একটি দুটি খসে তারা

ধরায় জ্বালিয়ে শিখা,

মিলিয়ে গেছে মাটির বুকেই,

অনন্তে মেলে দেখা।


অমরত্বের অগ্নি-তেজেই

তাঁদের সত্ত্বা জেগে।

নক্ষত্রের অনন্ত দ্যুতি 

তাঁদের নিয়েই জাগে...


Rate this content
Log in

Similar bengali poem from Classics