আমি বনফুল গো
আমি বনফুল গো
আমি বনফুল গো
মানিক চন্দ্র গোস্বামী
আগাছার মাঝে অযত্নে লালিত আমি এক বনফুল,
রূপের পসরা সাজিয়ে বসে,
দিয়েছি ছড়ায়ে প্রাণের সুবাসে।
অনাদরে পড়ে, তবু ভালোবাসা পাবার ইচ্ছেতে আকুল।
সুগন্ধি গোলাপ তুমি, মন জয় করেছো সবাকার,
গন্ধে, বর্ণে, রূপ, লাবণ্যে,
ফুটেছো বাগিচায়, আমি অরণ্যে।
তুমি প্রদীপের জ্বলন্ত শিক্ষা, আমি পতিত অন্ধকার।
কত নবীন প্রতিভা বিলুপ্ত হয় সকলের অগোচরে,
সুযোগ পায় না বিকাশে।
হেথায় আমার প্রাণের রসে,
গাছের শাখে মৌচাকটি আমার ভ্রমর বন্ধুই গড়ে।
