STORYMIRROR

Rashmita Das

Classics

4  

Rashmita Das

Classics

কাঁচের শিকল

কাঁচের শিকল

1 min
374


ভীড়ের মাঝে আকাশ কুটিল

চোখের জলে শ্যাওলা,

যাই গো ধুতে,তল যে না পাই

চারিদিকে শুধু ময়লা।


বাতাস যে যায় থমকে

বাড়ে দূষণ গরম শ্বাসে,

পরের ঘরে ভাঙন দেখে

আকুল অভিলাষে।


পরের হাসি বিষম জ্বালা

মনের ভিতর ক্ষত

লালন করে কালনাগিনি

মিথ্যা সুখেই রত।


ঢেউ তুলে যায়,তল যে না পায়

বেহিসেবি চাওয়া পাওয়া,

হাসি ঝুটোমুক্তো শুধুই

গুমোট বড় হাওয়া।


কৃত্রিমতার তাজ ছেড়ে

শুধু খোঁজো একটি ভোর,

স্বার্থ খোঁজো শুধুই নিজের

দাও খুলে সব দোর।


শান্তি খোঁজো রবির লালে

দখিনা হাওয়ার সাথে,

কি বলে যায় ফিসফিসিয়ে

জোনাকপোকা রাতে...


গাছের সবুজ কইবে কথা

একবার কান পাতো,

শিরশিরানির সাথে তোমায়

জাগাবে অবিরত


শিশিরকণায় দেখতে পাবে

নিজের প্রতিবিম্ব,

ভুলের ভবে ধ্বংস হবে

কালো,মুছবে দম্ভ।


সাগর যেথায় আকাশ চুমে,

দিগন্তকে ধরো.

ডাকছে সাতটি রঙের ভেলা,

আজকে আপন করো।


বসলে আকাশ বুকের মাঝে

তুচ্ছ হবেই দ্বেষ।

মিথ্যা হবে হানাহানি

হিংসা হবে শেষ।


ছুটবে তুমি আলোর পানে

আঁধার ছুঁড়ে ফেলে,

বিলিয়ে প্রেম স্বর্গ পাবে

স্বার্থ অবহেলে...


কলমে-রশ্মিতা দাস


Rate this content
Log in

Similar bengali poem from Classics