STORYMIRROR

Rashmita Das

Romance

4  

Rashmita Das

Romance

শুনছিস...

শুনছিস...

1 min
2

শুনছিস...


কাগজের নাও'য়ে ভাসিয়ে দিলেম

মন খারাপের গান,

বৃষ্টিভেজা মেঘলা বিকেল,

মেঘলা অভিমান।


রিম ঝিম ঝিম বৃষ্টি খোঁজে

দুষ্টু নূপুরজোড়া,

মনের উদাসপুরের ঘাটি

কাঁদছে ফুলের তোড়া...


কুলের আচার হারিয়েছে স্বাদ

হয়েছে অভিমানী,

রথের মেলার পথ ভুলেছি,

ভুলেছি মুখখানি।


দুচোখ তবু চুমে ও দুই

কাজল কালো আঁখি,

মুক্তোফুলের হাসির সুবাস

হৃদে কালবৈশাখী।


উথালপাথাল ঝড়ের দাপট

আমায় ভাঙে গড়ে,

খুনসুটি আর দস্যিপনা

বৃষ্টি হয়ে ঝরে।


হোস্টেলের এই কাঁচের আকাশ

বৃষ্টিফোঁটায় স্নাত,

হাতড়াই আজ শুধুই তোকে

বাউলক্ষ্যাপার মত।


যেদিন হল ছাড়াছাড়ি,

তোর পুতুলের বিয়ে,

পুরুত ঠাকুর শহরে যাবে

খেলায় ফাঁকি দিয়ে।


পন্ড হল সব আয়োজন,

নাছোড় তোকে বলি,

"আসব ফিরে দেখিস পুঁটু"

কান্না মুছে ফেলি...


অশ্রুর সেই অঝোরধারায়

ভিজেছি প্রতিপলে,

আসব আজি,দেখব তোকে

শ্রাবণধারার জলে...


দুহাত ভরে করব উজাড় 

আদর যত আছে,

প্রতীক্ষার ওই অধীর দুচোখ

টানব আরও কাছে।


কু ঝিকঝিক শব্দবেগে

আসব নিয়ে ডালি,

ভাসিয়ে দিলেম সে সুর আজি,

দিগন্তে প্রেম জ্বালি...


রশ্মিতা দাস


Rate this content
Log in

Similar bengali poem from Romance