STORYMIRROR

Rashmita Das

Romance

4  

Rashmita Das

Romance

হরিদ্রারাগ

হরিদ্রারাগ

1 min
307

শিরোনাম---হরিদ্রারাগ

কলমে-রশ্মিতা দাস


হলুদ পরাগ পুলকিত, আজি

করে আঁকিবুকি খেলা,

হলুদ ওড়নি দেহমন ছুঁয়ে

হয় "বৈকালবেলা".

সূর্যমুখীর প্রফুল্ল হাসি

শিহরিয়া দেহমনে,

করে যে ছলনা,কোন সে ললনা

যেন বসে মোর সনে...

নদীর আরশি যখন কাঁপিয়া

দোলায় তরীর ছবি,

সূর্যাস্তের সোনাজলে হই স্নাত,

হই ভৈরবী.

চঞ্চলা ওই প্রজাপতি যেই

আসে যে মেলিয়া ডানা,

হলুদের ওই অলীক ভাস্কর্যে তে

খুঁজি গহীন ঠিকানা...

বসন্তরাগ হলুদের বেশে

জ্বালায়ে অগ্নিশিখা,

জ্বালিয়ে পুড়িয়ে করে খাঁক.

আমি পাইনি তোমার দেখা...

আনিছ বিজলী,জ্বালিছ আগুন

আমার হৃদের ঘরে,

যেদিন দেখিনু তোমার শাড়িতে

হলুদ পুষ্প ঝরে,

আনিল মনেতে প্রাতের শৌর্য

প্রাতের পবিত্রতা,

দেখিনি তোমায়...আজও কাঁদে হিয়া

জাগে মনে রূপকথা...

প্রতীক্ষাতেই গুনি যে প্রহর

সাজায়ে সোহাগ ডালি,

হলুদ আঁচলে করবই অবগাহন

হৃদয় জ্বালি...


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Romance