STORYMIRROR

Rashmita Das

Abstract Romance Others

3  

Rashmita Das

Abstract Romance Others

আশমানী প্রেমপত্র

আশমানী প্রেমপত্র

1 min
184


ইমোজি আজ হুইলচেয়ারে

আমি হাতড়াই কথা,

হোয়াটসঅ্যাপের ওই ছোট্ট স্ক্রিনে

হৃদয়ের চৌমাথা


সরু গলির জানজটে

বিভ্রান্ত,নাজেহাল

কানাগলি ছাড়িয়ে খোঁজে

মুক্তির মহাকাল।


সাগরপানে ধায় যে হিয়া

চাতক-সোহাগ সাথে,

কলমে তাই ফোয়ারা ওঠে

আজ এ মধুরাতে...


জলমূক্ এর ওই কাজলা তনু

সাজে তোমার মায়ায়,

পাগলপারা তোমার হাসি

চাঁদ ধরে তার কায়ায়।


বারিষের উদ্দাম ঘনঘোর

ঝঞ্ঝা হয়ে এসে,

সর্বাঙ্গে তোমায় নাওয়াই

আলতো অভিলাষে...


অকাল সুরের মূর্ছনাতে

বসন্তকে ডেকে,

হৃদয় আমার আবিরে রাঙাও

হঠাৎ, থেকে থেকে...


নীল আকাশের অসীমতায়

সবার অগোচরে,

জাজ্বল্যমান এ প্রেমপত্র

ব্যস্ত অভিসারে...


আমার হৃদয়ে উঠলে তুফান

জোয়ার তোমার হৃদে,

তোমার আঁখি কাজলা যদি,

আমার হৃদয় কাঁদে...


ইমোজি আজ হুইলচেয়ারে,

স্মার্টফোন প্রতিবন্ধী,

সুরের সাথে মিলেছে সুর

অলিন্দে শুধু সন্ধি...


Rate this content
Log in

Similar bengali poem from Abstract