Raja Sekhar CH V

Abstract Classics

4  

Raja Sekhar CH V

Abstract Classics

সময় চক্র

সময় চক্র

1 min
385


সময় নিতিদিন সৃজন করেন কাহিনী,

নিমিষে নিমিষে বদলে সবাইর কাহিনী |১|


আজকে দেয় অভিনব অনুভব,

আগামীকালকে দেয় স্মরণীয় অবিস্মরণীয় অভিজ্ঞতার বিভব |২|


ঝরনার মতন ক্ষণ ক্ষণ খসে খসে যায়,

সময়ের ধারাবাহিক ধারা অনবরত প্রবাহিত হতে যায় |৩|


সময়-চক্রের আছে একক নির্ণীত সারণী,

অনুক্ষণ নেই যাহার কোন নির্দিষ্ট স্থির সরণি |৪|


এই সীমিত সময়ে শুনুন শ্রীজগন্নাথের অমৃতবন,

কারণ প্রতিটি মুহূর্ত সতত একটি অমূল্য কনকময় রতন |৫|


কেউ নেই সময়ের চিরস্থায়ী বন্ধু,

সময় হয়েছে ন্যায্য সুযোগ প্রদান করা সিন্ধু |৬|


বিজ্ঞ বিদ্বান্ করেন সময়ের সর্বশ্রেষ্ঠ সদুপযোগ,

জ্ঞানের নিয়মিত উপার্জনের জন্য করেন সময়ের বিনিয়োগ |৭|


সময়-চক্র হয়ে সমস্ত বেলার প্রত্যক্ষদর্শী,

কালচক্র সর্বদা হয়ে বাস্তবিক সমস্যার মার্গাদর্শী |৮|


সময় সবসময় হয়ে সমদর্শী,

উৎকৃষ্ট সংস্কারক রূপে নিরন্তর থাকে ত্রিকালদর্শী |৯|


মহামূল্য সময় হল সদা বলবান,

সময়ানুবর্তী সময়নিষ্ঠ প্রাজ্ঞ ব্যক্তি অর্জন করেন মান সম্মান |১০|


প্রতিটি মানুষের জীবনকালে থাকা উচিত একটি আশা অভিলাষা আশায়,

সংকল্পিত লক্ষ্যসন্ধানের সাধনার জন্য করতে হবেন সময়ের সমুচিত ব্যয় |গা |


Rate this content
Log in