জীবনের চতুরঙ্গ
জীবনের চতুরঙ্গ
যত কষ্ট এই সীমিত জীবনের চতুরঙ্গ,
তত হি ক্লিষ্ট যে অনুদিনের অনেক রণরঙ্গ,
স্বয়াম সৃষ্টি হবেন আনন্দ অনুরাগের তরঙ্গ,
তবে প্রফুল্লিত মানস হবে বিনোদবিহারী বিহঙ্গ |১|
শ্রবণ হবেন ভিন্ন বিভিন্ন স্বরের প্রসঙ্গ,
সতত অগ্রগণ্য হবে নিজের অন্তরঙ্গ,
জীবনে দেখবার জন্য পাবেন রঙ্গতরঙ্গ,
সদা শুনতে পারবেন নেই সারঙ্গী সারঙ্গ |২|
