শ্রীক্ষেত্রের রথাঙ্গ
শ্রীক্ষেত্রের রথাঙ্গ
শ্রীক্ষেত্রের রথাঙ্গ হয়েছেন অত্যন্ত ভাগ্যবন্ত,
রথাঙ্গপাণির রথযাত্রার জন্য হয়ে উঠে জীবন্ত,
মহারণা কারূশিল্পীর দক্ষতার নেই কোন দিগন্ত,
ভব্য শোভিত রথে বিরাজমান হয়ে অনন্ত শ্রীকান্ত |১|
ভগিনী ভ্রাতার সহিত ঘোষযাত্রা করেন পুরীর সামন্ত,
নন্দিঘোষ রথে দিব্যদর্শন অনুদান দেন শ্রীধর শ্রীমন্ত,
আশ্বস্ত আনন্দিত আরাধকের মানস হয়ে শান্ত প্রশান্ত,
সুকান্ত সুশোভিত সশক্ত সচল রথচক্র হয় অত্যন্ত সুশান্ত |২|