Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Raja Sekhar CH V

Abstract Inspirational

3  

Raja Sekhar CH V

Abstract Inspirational

গুরুদেব রবীন্দ্রনাথ

গুরুদেব রবীন্দ্রনাথ

1 min
184


গুরুদেবের চিন্তাধারা সরল সুন্দর,

গুরুদেবের সচিত্র অঙ্কন সুন্দর,

রবীন্দ্র সঙ্গীত সতত সুমধুর সুন্দর,

গুরুদেবের গদ্য পদ্য অত্যন্ত সুন্দর ।১।


গুরুদেবের স্বরবদ্ধ গানে আছেন নতুন তান,

তাদের প্রতি পদ্য সাহিত্য জানাই নবীন জ্ঞান,

প্রত্যেক অনুগল্প করেছেন ইঙ্গিতপূর্ণ যোগদান,

উপন্যাস করেন সমসাময়িক সমাজের ব্যাখ্যান |২|


রবীন্দ্রনাথের স্বরযুক্ত সঙ্গীত জানাই অলৌকিক সন্ধান,

করেছেন উচ্চস্তর ভাবপূর্ণ সংস্কারমূলক কথার অনুদান,

ইঙ্গিতপূর্ণ রচনা করেছেন চিন্তাশীল বিবেচনার অনুধ্যান,

গুরুদেবের যাবতীয় সৃজন উপার্জন করেছেন মান সম্মান ।৩।


সবাই গঙ্গোত্রী গীতি হলেন স্বর মাধুরী,

সবাই সুগম সুর দেন সুরময় সঙ্গীত লহরী,

সবাই কাব্য কবিতা হলেন সাহিত্য প্রহরী,

অলৌকিক শৈত্য প্রদান করেন গীতাঞ্জলি ঝরি ।৪।



Rate this content
Log in