এক তরফা ভালোবাসা
এক তরফা ভালোবাসা
তোমার সাথে থাকা একটা সুখ,
একটা অনুভূতি যা একজন পাই না সবসময়।
এক তরফা ভালোবাসা আছে হৃদয়ে,
জানি তুমি আমার নয় কারো অন্যান্যে।
তবে এই স্বপ্ন পুরন করতে চাই,
তোমার সাথে থাকতে যেন সর্বদা পাই।
আমার প্রিয় তুমি, আমার সব,
এই ভালোবাসার কথা কেউ বুঝতে পারে না।
আমি চাই তুমি সব সময় আমার সঙ্গে থাকো,
আমার সাথে হাসো, আমার সাথে কাঁদো।
তোমার অভিমান, তোমার গোপন কথা,
তোমার সাথে আছি যেন সর্বদা একা।
আমি চাই তুমি সব সময় আমার হৃদয়ে থাকো,
একটি ভালোবাসার কবিতা এখন লিখে রাখি
সেখানে তোমার সাথে যেন সর্বদা বন্ধু হই।
