STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

ছিটেফোঁটা

ছিটেফোঁটা

1 min
302

Week-20

ছিটেফোঁটা 

মানিক চন্দ্র গোস্বামী 


অজস্র আশায় ভরা মনকে তৃপ্তি দিতে,

বর্ষা তুমি পড়লে হঠাৎ ঝরে,

ছড়াল ইতস্ততঃ নগন্য বারিধারা,

দাবদাহ শান্ত করার তরে। 


কেমনে বলি বর্ষা এসে গেছে,

দু'পশলায় স্তিমিত হয়ে গেলে,

গরমের ওষ্ঠাগত প্রাণে,

মনের প্রশান্তি তোমার আগমনে। 


রৌদ্র তেজে তপ্ত ধরাধামে,

চাহিদা ছিল বর্ষার আশীর্বাদ,

তপ্ত মাটি ফিরিয়ে দিয়েছে মেঘ,

জলদে দেয়নি সাথ। 


তোমার দু'ফোঁটা চোখের জল

শুকিয়ে হয়েছে বাষ্প,

অস্বস্তি বেড়ে গেলো যে আরো,

বুকের ক্ষতে মলম পেলো না শস্প। 


থমকে গেছে বাতাস, গাছের পাতা চুপ,

আনন্দ হলো মাটি, ভরলো হতাশা,

বর্ষা বলি না তোমার ক্ষুদ্র রূপে,

তবু, বৃষ্টির ফোঁটা দিয়েছো বলেই 

বেড়ে গেলো প্রত্যাশা। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract