গাছ লাগান প্রাণ বাঁচান
গাছ লাগান প্রাণ বাঁচান
গাছ লাগান প্রাণ বাঁচান
তাপের প্রবাহ চলে উর্দ্ধমুখী পথে,
সখ্যতা গড়ি তাই এসি কুলার সাথে।
রাস্তাঘাট সব ফাঁকা,কাউকে যায়না দেখা,
দেহে লাগে ছ্যাঁকা ধরে যায় ঘাড় মাথা।
কিচকিচ করে দেহ স্বস্তির নেইকো চিহ্ন,
গাছ তলে দাঁড়াবো উপায় তো নেই ভিন্ন।
কোথা পাবো বৃক্ষ চারদিক বড়ো রুক্ষ,
সবুজের অভাবে মনে বাজে দুঃখ।
চারধারে উঁচু ঘর,কারখানা পরের পর,
থরে থরে সেজে ওঠে বৈভবের জ্বর।
ধোঁয়া ছেড়ে গাড়ি চলে সারি সারি,
এসির ভিতর বসে দেখায় বাবু গিরি।
দিনদিন বেড়ে ওঠা তাপ প্রবাহের ভরে,
আর কিছু দিন পরে এসি যাবে পুড়ে।
তখন কেউ বাঁচবে না,মেটাতে তার দেনা,
ঠান্ডা করতে দেহ ভুলে যাও যন্ত্র কেনা।
রাস্তার দুটি ধারে গাছ লাগালে পরে,
এই পৃথিবী যাবে সবুজ প্রাণে ভরে।
শীতল ছায়া আর জল করে হেথা ঢলঢল,
ঋতু সব তোলে রব সঠিক সময়ে চল।
গাছে গাছে ভরে যায় তখন এই ধরা,
গাছ লাগাতে সমাজে পড়ে যায় সাড়া।
