আগমনী
আগমনী


জীবন এখন স্বপ্ন ভুলে,
বাষ্প চোখে বাঁচে।
ধূসর নেশায় দুঃখ ভোলে,
মন খারাপের আঁচে।
সময় এখন বন্দীপুরী ,
শিকল আঁটা দোরে।
শারদ স্মৃতি দেশান্তরী,
মৃত্যু ভয়ের ভারে।
মুখোশ আঁটা মুখের ভীড়ে ,
এখন ভরসা খোঁজা দায়।
স্বপ্নে বোনা মায়ার নীড়ে,
লুকিয়ে,রক্ত মোছে সময়।
তবুও, যখন ভোরের কান্না মেখে,
হারায় শিউলি, ঘাসের বাহুডোরে,
মেঘবালিকার লজ্জা মাখা চোখে,
আকাশ আবার, নীল স্বপ্ন খুঁজে ফেরে।
বাতাস আবার, বিষের স্পর্শ ভুলে,
ছাতিম ঘ্রানে, খুঁজছে সুখের দিন।
বৃষ্টি ছোঁয়া, সবুজ ক্ষেতের আলে,
পাতার সুরে, বুনছে খুশির বীণ ।
মনখারাপের সকালগুলো,
আবার হঠাৎ কিসের ডাকে,
শিশির ছোঁয়ায় মন ভেজালো,
কঠিন দুঃখ ভোলার ফাঁকে।
কুমোরটুলির মাটির ছাঁচে,
জাগছে আবার, তুলির টানে প্রাণ।
দৃপ্ত আশায়,মৃত স্বপ্ন আবার বাঁচে,
নিয়ে বুকে, আগমনীর গান।