প্রায়শ্চিত্ত
প্রায়শ্চিত্ত


পৃথিবীর রক্তাক্ত অভিষেক আজ,
সভ্যতার গহ্বরে থাকা সঞ্চিত বিষে।
শূন্য রাজপথ, আর থমকে যাওয়া চাকা,
ক্লান্ত দুপুরে , মুহূর্ত গুনছে প্রতি দীর্ঘশ্বাসে।
রঙের হিসেবে রাখা খাতা, অধিকারের খতিয়ান,
প্রয়োজন ফুরিয়েছে আজ সবার।
দীর্ঘমেয়াদি ঐতিহাসিক অস্তিত্বের লড়াই ভুলে,
লড়াই আজ বর্তমানকে বাঁচিয়ে রাখার।
ভয়ঙ্কর পরজীবীর মতো, বাড়তে থাকা দুপেয়েদের ভিড়,
আজ লুকিয়েছে মুখ, অস্তিত্বের গর্ব ভুলে।
সভ্যতার ধূসর চাদর সরিয়ে,
তাই রং ধরেছে আবার এই প্রকৃতির বুকে।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আজ ,
শমন নিয়তির এজলাসে।
সময় এখন, সৃষ্টিকর্তার অলিখিত মানদণ্ডে,
সব অপরাধের জবাবদিহীর।
সময় এখন, দাম্ভিক অবহেলায় ভুলে যাওয়া,
প্রতি জীবনের মূল্য ফিরিয়ে দেওয়ার।