নেতাজির জন্য
নেতাজির জন্য


পাঁচ ফুট আট ইঞ্চির দীর্ঘকায় একটা শরীর
যার শিরায় শিরায় দৌঁড়ায় স্বদেশ প্রেম,
স্বাধীনতার সুতীব্র বাসনা যাকে রাতের পর রাত জাগিয়ে রাখে,
মুখের পেশিগুলো শক্ত রেখে যে জান লড়িয়ে দিতে পারে,
তার দেশ নামক মায়ের জন্যে;
শুধু সেই কি নেতাজি? শুধু সেই কি তুমি?
না, নেতাজি, তুমি জানো না,সব খবর
জানো না, তোমার চলে যাওয়ার সাত দশক পরেও,
পুরোনো হয়নি তোমার প্রাসঙ্গিকতা,
ফুরিয়ে যায়নি তোমার প্রয়োজন, বরং এ দেশ
স্বাধীনতার এতগুলা বছর পরেও, তোমাকে মনে করে,
তোমাকে ডাকে নেতাজি, তোমার জন্য অপেক্ষা করে ।
অযোধ্যার রাম-রহিমের দ্বন্দ্ব তোমাকে ডাকে
দিল্লির রাজপথে অসহায় মেয়েরা তোমাকে ডাকে
অনিদ্রা অনাহারে ধুঁকতে থাকা লোকজনের কাছে তুমি ভগবান,
দেশের পথভ্রষ্ট, বিপথগামী ছেলে ছোকরাদের মায়েরা, তোমার পূজো করে নেতাজি,
তুমি যাওনি,আছো, আসবে ফিরে এই আশাতেই দিন গোনে কত মানুষ,
তার পরিসংখ্যান নেই নেতাজি, তবে তোমার জন্য এক বুক উজাড় করা ভালোবাসা আছে,
বিশ্বাস করো, আজও তা আছে সোনায় বাঁধানো, এতটুকু জং ধরেনি তাতে।
তুমি বিশ্বাস করো, আমাদের আজও তোমাকে বড্ড প্রয়োজন,
স্বপ্ন দেখি তুমি আসছো, ধূলিসাৎ করছো কালো হাত, কালো সব নিয়মকানুন,
উদাত্ত গলায় ধমক দিচ্ছ বিপথগামী যুবসমাজকে
সব আবার ভালো হয়ে যাচ্ছে,সুগম হচ্ছে দেশের চলার পথ।
নেতাজি, তুমি আসবে তো?
বলো, কথা দাও তুমি আসবে, তোমার জন্য অপেক্ষা করব
এ জীবনভর, অপেক্ষা করবে এ দেশ,
আমরা জানি,নেতাজিরা মরে না,
নাড়ির টানে ফিরে আসে বারবার,
দেশের জন্য ফিরে আসে ।।