Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

Deepsikha Bhattacharya

Drama

4  

Deepsikha Bhattacharya

Drama

জনন

জনন

1 min
16.1K


স্বপ্নে যতোটা আমি ভ্রুক্ষেপহীন ভালবাসতে পারি

আদপে আমি মোটেই সেরকম প্রেমিকা নই

চিরাচরিত সক্কাল সক্কাল সাংসারিক ডিউটি পালন করতে করতে

নিজেকে নিজে সমিহ করে মারাত্মক আত্যমর্যাদাটুকুকে বাঁচিয়ে রাখার

কোন্দল করতে করতে আমি ক্লান্ত নাগরিক ঘুমিয়েপরি

সহজ কথাগুল হয় নীরবে এক আধটা কবিতা হয়ে যায় কখনো

বাদবাকি সব গম্ভির আদানপ্রদান

বুদ্ধির এক্সজিবিশন ফলাও করা আপত্তি মোটামুটি

রান্নাঘর থেকে রাজনীতি অবধি


আমি ভালোবাসতে যেহেতু লজ্জা পাই

স্বপ্ন আমার বেপর্দা একেবারে তাই

কীরম সুন্দর তোমার হাত টেনে নিয়ে নিজের সারাদিনের তেলজল

পেঁয়াজ রসুনের গন্ধ মাখা ভিত্তিহীন তর্কবিতর্কে জর্জরিত ক্লান্ত নুয়ে পরা বুকের উপর রাখি

কীরম সহজেই তোমাকে আদর করি তোমার বলিরেখাহীন ললাটে

চোখের ভিতর তখন আমার সত্যি আমি , স্বপ্নের আড়ালে চট করে ভালোবাসতে শুরু করি

এতো সাবলীল তখন আমরা, চার দেওয়াল, বন্ধ দরজা, মন ক্যামন করা গানের সুর

একটা গোটা সূর্যাস্তকে অনায়াসে বরখাস্ত করতে পারি ওই মুহূর্তে

কিচ্ছু লাগেনা আসলে

এইসব ক্যাটালিস্টের প্রয়োজন ফুরোলেই আসলে আমরা ভীষণ ভালোবাসি একে অপরকে

খুব মন দিয়ে ভালোবাসি তখন আমি তোমায়

শরীর তখনো জন্মায়নি আমাদের ||


Rate this content
Log in

More bengali poem from Deepsikha Bhattacharya

Similar bengali poem from Drama