শেষ চিঠি
শেষ চিঠি


সেই বিদেশিনীর সুরে ,
আমি ছেড়েছিলাম ভিটে I
আমি আজ বহুদূরে ,
তার সাধ গিয়েছে মিটে I
সে ভিটেটা আজও ভাঙ্গা ,
তোমার আমার সেটা জানা I
তার রঙ্গটা এখনো রাঙ্গা ,
আজ আমি শুধু নই কানা I
আমার দেহের অস্থিমজ্জা ,
আর সইতে পারেনা ধকল I
যদিও আমি তোমার লজ্জা ,
তবু চিনেছি আসল নকল I
তোমার কাছে চাইছি ক্ষমা ,
অনেক দিনের ভুলের পর ,
যদিও জানি আমি প্রিয়তমা ,
আমাদের ভেঙ্গে গেছে ঘর I