রঙিন বিষ
রঙিন বিষ


একা দুঃখ নিয়ে খেলা করতে ...
আর পারছিলাম না ,
তাই রুক্ষ জেনেও মরুপ্রান্তর হেঁটে গেলাম ;
যদি কোথাও বা কৈশিক বারি বিন্দু জমে ওঠে |
তপ্ত সাহিত্যের ব্যাকরণ
আত্মস্থ করতে গিয়েছিলাম ;
তবু কঠিন প্রত্যয় আর সংকোচ এর সমাস
তা আমায় করতে দিল না |
তবু ঘুরেছি মাথায় আগুন নিয়ে
জীবনের রসদ মরুর বুকে ভরে দিতে |
তবু শীতল রহস্যের সমাধান হয়ে ওঠেনি ,
তাই আজও তিলে তিলে রঙিন বিষ পান করি |