উড়ান
উড়ান


মন ভেবেছে ইচ্ছে পাখি মেলবে যে আজ ডানা
উড়ে যাবে যেথা, সেথা নেই তো কোনও মানা
অন্ধকারে মেঘের ফাঁকে যেথায় জ্বলে আলো
বৃষ্টিভেজা সোঁদা মাটির গন্ধ লাগে ভাল।
মন যদি চায় উড়ে যাবে, সাগর আছে যেথায়
ঢেউয়ের সাথে আছড়ে পড়ে, লুটোপুটি খায়;
মন যদি তার ডানা মেলে পাহাড় পানে ধায়
হাত বাড়িয়ে আকাশটাকে একটু ছুঁতে চায়...
কখনও মন ভাবে সে আজ গানেই ডুবে থাকবে
র়বির কথায়, রবির সুরে সুখের স্রোতে ভাসবে।
মনের কথা মনেই থাকে, সেসব কিছুই হয় না
মনের জানলা বন্ধ করেও দিন কাটানো যায় না
তাই, কাজের ফাঁকে যখন তখন উড়ান দিল মন- পাখি
ইচ্ছে হলেই সব দেখা যায়, বন্ধ রেখেও আঁখ