মা
মা


মায়ের কথা লিখব বলে বসেছি যে আজ
চোখের সামনে ভেসে ওঠে মায়ের মধুর সাজ।
কপালে লাল সিঁদুর ফোঁটা, মস্ত এলো খোঁপা
হাত বাড়িয়ে ধরে সে নেয়, যেই না ফেলি পা।
মায়ের হাসি, মায়ের কোল, মায়ের মুখটি চিনে
ছোট্ট আমি বেড়ে উঠি, কেমন দিনে দিনে।
স্কুলের পড়া শুরুর আগেই, মায়ের হাতটি ধরে
স্লেটের ওপর আঁচড় কাটি, একটু একটু করে।
স্কুলে গেলাম মা'কে ছেড়ে, চোখের জলে ভেসে
ছুটির পরে ফুটতো হাসি, মা দাঁড়ালে এসে।
স্কুল- কলেজের গণ্ডি পেরই, মা'কে পাশে নিয়ে
মায়ের সাথে কাটলো সময়, স্নেহের পরশ পেয়ে।
মা'র বকুনি, মায়ের সে রাগ, সেও তো মনে আছে
হয়তো কোথাও মায়ের মারের দাগ এখনও আছে।
আজকে আমি মা হয়েছি, আজ বুঝতে পারি
মায়ের হাতের মারের সে'দাগ খুঁজে খুঁজেই মরি।
বকা বল, মারই বল… সে যে আশীর্বাদ
মায়ের কাছেই থাকতে আমার হয় যে বড় সাধ।
মা'ও আছেন, আমিও আছি… বাধা তো নেই মেলার
সংসারের এই কঠিন সুতোয় পা জড়ানো, আমার।
দিন গুনি তাই, কাজ ফুরোলে মায়ের কাছে যাব
ছোট্টবেলার মা'কে আমি আবার খুঁজে পাব।