ভালবাসি তোমাকেই
ভালবাসি তোমাকেই
এক পশলা বৃষ্টি হলো, ভিজেমাটির গন্ধ সোঁদা
আকুল হলো মন
এক আকাশ জ্যোৎস্নার, এক নরম আবছা আলো
ভরায় ঘরের কোণ
একটা দমকা হাওয়া, উড়িয়ে নিয়ে জমা ধুলো
ঝরিয়ে দিল কিছু শুকনো পাতা
একটি শিশুর কলতান, আনে খুশির জোয়ার
ভেঙে ঘরের নিঃসাড়তা
একটা রঙিন কাগজ- মোড়ক, চোখে আনে খুশির ঝলক
পাওয়ার আশ্বাস
একটা ছোট্ট কথা, ভালবাসি তোমাকেই
আজও শোনা হলো না...
প্রতীক্ষায় প্রতিটি শ্বাস- প্রশ্বাস