পেরিয়ে এলাম দীর্ঘ সে এক পথ
পেরিয়ে এলাম দীর্ঘ সে এক পথ


পেরিয়ে এলাম দীর্ঘ সে এক পথ
সয়ে যে এলাম কত না সূক্ষ্ম ব্যথা
তুমি তো ছিলে, আমার সাথেই
তুমি কি ভুলেছ সে'সব দিনের কথা?
দু'জনে আমরা ছিলাম ছোট্ট ঘরে
সাথে ছিল, আরও ছোট ছোট দুটি প্রাণ
সুখের বাস ছিল তো সেথায়,
অভাব ছিল, ছিল না দুখের স্থান।
হাসতাম যে একসাথে দু'জনাতে
একের কষ্টে জল অন্যের চোখে।
রাগ- অভিমান সবই ছিল সাথী...
তবু ভালবাসা ছিল সেই দুটি বুকে।
দীর্ঘ পথ হেঁটেছি যে একসাথে,
পুরনো সে স্মৃতি রয়েছে আমার পথে।
বন্ধু বলেই ডেকেছিলে একদিন
হাত রেখেছিলে, আমার ছোট্ট হাতে...
ছেড়ে যদি যাও, হারিয়ে যাব যে আমি
পথ শেষ হতে দেরি যে অনেক আছে।
হাত ধরে রেখো, ছেড়ো না বন্ধু তাকে
তুমি তো রয়েছ আমার মনের মাঝে।