আমার রাত
আমার রাত
1 min
1.3K
রাতের আঁধারে হয় সব পাপ
সব দোষে দোষী রাত!
সে যেন এক ভয়াল ময়াল
পাকিয়ে, পেঁচিয়ে, জড়িয়ে জড়িয়ে মারে…
সারাদিন কাটে কাজের মাঝে
বুঝিনি, আমি যে হারিয়ে ফেলেছি নিজেকে
ফিরে পাই তাকে, রাতেরই অন্ধকারে।
রাত যে আমার পরম প্রিয়…
বড় সুন্দর, বড় শান্ত
ফিরে পাই রাতে, আমার আমি'কে
সংসার- ডোরে বাঁধা, বন্দী পায় মুক্তি
খুলে বসে তার জাদু কা পিটারা, ছোট্ট খাতাটা
ঝর্ণা কলম ঝর্ণা ঝরায়
পাথর- হৃদয় গলে গলে যায়
বুকের মধ্যে আটকে, পাখিটা ডানা ঝাপটায়
জমে থাকা সেই কথার পাহাড়, মুক্তি পায়।