STORYMIRROR

Arup Kr Biswas

Drama

3.2  

Arup Kr Biswas

Drama

অনেক কথা বাকি

অনেক কথা বাকি

1 min
2.1K


অনেক কথা বাকি, পারবে কি ফিরতে?

নতুন করে শুরু করতাম, পারবে? হাতটা আবার ধরতে?


অভিমানে চলে গেলে, তাকাওনি পিছু ফিরে,

ভেবেছিলাম ফিরবে, ঠিক চিনে নেবে আমায় সমাজের ভীড়ে।


শহরের কোলাহলে দিনটা ঠিক কেটে যেতো,

আর জোনাকি গুলো ঘুমহীন রাতের সঙ্গী হতো।


বিশ্বাস ছিলো, একদিন আসবে তোমার টেলিফোন,

আর বেজে উঠবে তোমার নামের সেই রিংটোন।


বাজলো, ফোন নয়, কলিং বেলটা,

খুলে দেখি তুমি, পারিনি আটকাতে নিজের আবেগটা।


হটাৎ পুরোনো স্মৃতি গুলো চোখের সামনে ভেসে উঠলো,

বহুদিনের হারিয়ে যাওয়া সেই গন্ধ যেনো হাওয়ায় ভেসে এলো।


চোখের দিকে তাকিয়ে বললো তাকে ছাড়া দিন কেমন কেটেছে,

সেতো ঘরের নির্জীব প্রাণী গুলো সাক্ষী আছে।


"কিছু বলবে না?" হাতটা ধরে বললো,

এবারই বোধহয় বাকি কথা বলার সময়টা এলো।


বলেই দিলাম, "অনেক কথা বাকি, পারবে কি ফিরতে?

নতুন করে শুরু করতাম, পারবে? হাতটা আবার ধরতে?"


Rate this content
Log in

Similar bengali poem from Drama