বিয়ে
বিয়ে
বিয়ে হচ্ছে,
আমার না, তার।
আজ সে অন্য কারুর কনে,
আজও, সে আমারই মনে।
সেটাই তার জায়গা, হয়তো সারাজীবন,
এরচেয়ে তো কোনোদিন বেশি চায়নি এই মন।
দূরে ঠেলে দিলি, আমি বদলে গেছি নাকি?
কার জন্যে বদলেছি, সেটা ভেবেছিস পাগলি?
তোর হাসি ফোটানোই ছিল চেষ্টা, নিজের কথা ভাবিনি,
তোকে পেয়েও নিজের করতে পারিনি।
খুব সহজেই হাতটা ছেড়ে দিয়েছিলিস,
আমাকে কি সত্যি ভুলতে পেরেছিস?
ভালো বর পেয়েছিস, সুখে থাকিস দুজনে,
মুছে দে আমায়, যদি কোনোদিন রেখেছিলিস মনে।