STORYMIRROR

Arup Kr Biswas

Romance Tragedy

3  

Arup Kr Biswas

Romance Tragedy

বেশ ছিলাম আমি

বেশ ছিলাম আমি

1 min
526

বেশ তো ছিলাম আমি, কাটছিলো ভালই জীবনটা,

এক মুহুর্তে বদলে দিলো তোমার প্রত্যাবর্তনটা...


ভাবিনি কোনোদিন আবার আমি তোমাকে দেখবো, আলাদা রাস্তায় চলতে গিয়ে একই রাস্তায় এসে মিলবো…


বুঝতে পারছিলাম না কি বলবো আমি তোমায়,

মন থেকে যে মুছতে পারিনি যতই কাটুক সময়…


কানের দ্বারে এসে টোকা মারলো সেই পুরোনো আওয়াজটা,

“কি গো কেমন আছো? চিনতে পারছো? নাকি ভুলেই গেছো এই চেহারাটা? ”


"মনে আছে, এই কোনোভাবে চলছে ভালো আর মন্দে", তবে মন বললো আজও আছো তুমি এখানে বড্ড যত্নে…


কী করে যে তোকে বোঝাই পাগলি, কীভাবে আছি তোরে ছাড়া,

ভোলার চেষ্টাও বৃথা হয় কারণ বন্ধ চোখের সামনেই থাকে তোর চেহারাটা...


Rate this content
Log in

Similar bengali poem from Romance