এ তুমি কেমন তুমি
এ তুমি কেমন তুমি


এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো,
এ কেমন তুমি ভোরের আলোয় আমেজ আনো।
এ তুমি কেমন তুমি, বৃষ্টি দিনে হলুদ পাতা সবুজ করো,
এ কেমন তুমি কান্না চোখে আমার ঠোঁটে হাসি আঁকো।
এ তুমি কেমন তুমি, পুকুরে তেও জোয়ার আনো,
এ কেমন তুমি ভিখারির ভিক্ষা হয়ে তাদের মনের পেটটি ভড়ো।
এ তুমি কেমন তুমি, চাতক পাখির তেষ্টা মেটাও,
এ কেমন তুমি অমাবস্যার আঁধার ঘুচাও।
এ আমি সত্যি আমি, তোমার পায়ের আলতা হবো,
এ আমি সত্যি আমি, রাখবো এই মনের স্লেটে তোমার নামের চকের গুঁড়ো।