লাল গোলাপের পাঁপড়ি
লাল গোলাপের পাঁপড়ি


ভেবেছিলাম, লাল গোলাপের পাঁপড়ি দিয়ে সাজাবো তোমাকে,
হাজার পাখির সুর দিয়ে বেঁধে রাখবো তোমাকে।
তুমিই তো ছিলে আমার আশা, ভালোবাসা,
বৃষ্টি ভেজা চোখে এখনও তোমারই প্রতিচ্ছবি দেখা।
তুমি হয়তো অন্য কাউকে পেয়ে খুশি, কিন্তু,
আমি তোমায় হারিয়ে দুঃখী।
বলার আছে অনেক কথা ভাবিতো রোজ,
চেনার ভিড়ে নিজেই অচেনা, নিজেরই করি খোঁজ।
চেষ্টাতো কম করিনি, রাখতে তোমায় আগলে,
চলে গেলেও মনে রেখেছি তোমায় ভীষণ সামলে।