বেলা বোস
বেলা বোস
চাকরীটা তো পেয়েই গেলাম, শুনতে পাচ্ছিস বেলা বোস?
সব স্বপ্ন পূরণ করবো তোর, এখনো কি আমার নোস?
কতো চেষ্টা করেছি, কতো কষ্ট পেয়েছি, হিসেব রাখিনা,
এখনো কি বাড়ি আসা সম্বন্ধ টা ভেস্তে দিবি না?
রাগ করে ফোন নাম্বার বদলে দিয়েছিলিস,
অনেক রং নাম্বার পেরিয়ে তোর গলার আওয়াজ পেলাম,
তুই কি শুনতে পাচ্ছিস?
বেলা, এবার সব স্বপ্ন পূরণ করবো, অনেক যে হয়েছে প্রতীক্ষা,
তোর পছন্দের সেই হোটেলের চেয়ারে করতে চাই তোর অপেক্ষা।
কসবার সেই নীল দেওয়ালের ফ্ল্যাটে হবে আমাদের ছোট্ট সংসার,
তুই আমি মিলে সাদা কালো জীবনে রং আনবো, এটাই আমার অঙ্গীকার।
একি তুই কাঁদছিস? মন খারাপ করে আবার বদলে দিসনা নাম্বার,
টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রী নাইন, জবাব শুনতে ফোন করবো আবার।