তুমি
তুমি


তুমি, প্রথম দেখাতেই কেড়েছিলে আমার মন,
প্রথম আলাপেই বুঝিয়ে দিলে কাকে বলে জীবন।
তুমি, হলে ভগবানের সময় নিয়ে আঁকা এক ছবি,
আর এই ছবির মায়া বানালো আমায় কবি।
তুমি, ছিলে সবচেয়ে আলাদা, অনন্য, অন্যরকম,
তাইতো আমি আটকাতে পারিনি নিজের মন।
তুমি, বলতে ভালোবাসলে ভালোবাসা যায়,
আমি বুদ্ধু, ভাবলাম স্বপ্ন দেখেলই পূরণ করা যায়।
তুমি, ছিলে অন্য কারুর আমানত, অন্য কারুর অধিকার।
আমি বুদ্ধু, নিজেই নিজেকে ভাবলাম শুধু তোমার।
তুমি, যখন দেখালে সত্য টা, বাস্তব টা,
সহ্য হয়নি এই আকস্মিক আঘাত টা।
তুমি, যখন চলে গেছিলে নিজের রাস্তায়,
প্রথমে পারিনি থাকতে এই একাকিত্বতায়।
তবে,
তুমি, যেমনি ভাবে রঙিন করেছিলে আমার জীবন টা,
ঠিক তেমনি ভাবে আমার মনে সারাজীবন আগলে রাখবো তোমার নাম এর চিরকুট টা।