STORYMIRROR

Manik Goswami

Romance Classics

4  

Manik Goswami

Romance Classics

দাবদাহ

দাবদাহ

1 min
1.1K

দাবদাহ 

মানিক চন্দ্র গোস্বামী


তোমার চোখের বারিধারা যদি শুস্ক হয়ে যায়,

মরুদেশের বালুকা রাশির জাগে মনে সংশয়।

উষ্ণ পরান জলের ধারায় তৃপ্ত রহিতে চায়,

পায়ের নিচের তপ্ত ছোঁয়া যাতনার পরিচয়।

তপ্ত বালুর মতোই তুমি জ্বলছ যে সারাখন,

ধিকি ধিকি জ্বলা বহ্নিশিখায় ছাই হয়েছে মন।

জীবনের এই চলার পথে আছে দাবদাহের জ্বালা,

সংসারটা টিকিয়ে রাখার নিত্য নতুন কলা।

যাঁতাকলে পড়েছো যখন কতই বা আর বয়স,

হাল টা ধরে পরিচয় দিলে তোমার আছে সাহস।

নিতি নিত্য ফন্দি এঁটে তোমায় বিপাকে ফেলে,

মস্করা করে, ক্রূর হাসি হাসে, ঘরের মেয়েরা মিলে।

যতই তুমি দক্ষ কাজে, মন জুগিয়ে চলো,

তোমার জীবনযাত্রাটিকে করে দেবে এলোমেলো।

হালে তুমি পাবে না পানি, ডুবে যাবে সম্মান,

নিষ্ঠূর এই সমাজ দেয় না ভালোর প্রতিদান।

সংসারেতে শান্তি রাখার সদিচ্ছায় মেতে,

সহ্য করেছো যত অনাচার চেপে রেখে দাঁত দাঁতে।

কষ্ট তুমি পাচ্ছ জানি, মুখে তবু নেই কথা,

পুরাতনী এই সংস্কৃতি কবির কাব্যে গাঁথা |


Rate this content
Log in

Similar bengali poem from Romance