যে কটা দিন
যে কটা দিন


যে কটা দিন তুমি আগুন জ্বালাও ,
বাঁচি যেন আগুনপোকা হয়ে হয়ে ;
আমার ঠোঁটে তাই আজও ধার বাকি আছে ॥
শীতের আদর যেন ছুঁয়ে ছিলো
বালাপোষে তোলা ঢেউগুলো হয়ে হয়ে ;
আমার ঠোঁটে তাই আজও ধার বাকি আছে ॥
তোমার ধোঁয়ার খেলা ঢাকছে আমার শহর ,
কারভাঁয় লুকিয়েছিলাম চেনা পরশপাথর ।
স্বপ্নগুলো ঝুলছে থেকে লেকটাউনের ঘড়ি ,
তোমার ব্র্যান্ডেড গল্প তবে এমন কি আহামরি ?
আটতলা বাড়িগুলোই আমাদের আশা মুছে দেয় ;
যেভাবে বাদামখোসা উড়িয়ে দাও ,
ওড়াও তেমন আমার মনে ভালোবাসা ;
আমার চোখে তাই আজও আশা বাকি আছে ॥