শুভ বিজয়া
শুভ বিজয়া


আবার যেন পানকৌড়ি ডুব দিয়েছে জলে
যেমনি হঠাৎ বঙ্গদেশের সুর মিলেছে ছলে,
বিচিত্র সাধের পর্বগুলো স্বাধীন মহিমায়
সন্ধিও তার বিচ্ছেদের আকুল বেদনায়।
তারাময় ছায়াপথে আজ অস্থিরতার স্বীকার
সঙ্গীহীন রাজপথটার প্রাচীন চেনা আকার,
হৃদয় ঘেরা সতেজ প্রাণ মা এর খোঁজে সাড়া
অপেক্ষার শেষ চিরকুটটা বাক্সবন্দী করা।।